মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কে আলোচনার মধ্যেই পাক-আফগান সীমান্তে নতুন করে ফের সংঘর্ষ; নিহত ৩০
 
            
            রহমত নিউজ 27 October, 2025 11:45 AM
তুরস্কের ইস্তাম্বুলে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার মধ্যেই সীমান্তে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, গত শুক্রবার ও শনিবার আফগান সীমান্ত পেরিয়ে আসা সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ সেনাসদস্য ও ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর-এর বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান থেকে সশস্ত্র ব্যক্তিরা খুররম ও উত্তর ওয়াজিরিস্তান এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। পাহাড়ি ও দুর্গম এই দুই জেলায় সংঘর্ষ হয়।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত অতিক্রমের এই চেষ্টা প্রমাণ করে যে, আফগান সরকারের ‘সন্ত্রাস’ দমনের অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যায়।
তবে এ ঘটনায় আফগানিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রয়টার্স জানিয়েছে, বিষয়টি নিয়ে আফগান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে, সংঘর্ষের সময়ই দুই দেশের প্রতিনিধিদল ইস্তাম্বুলে বসেছে দ্বিপক্ষীয় আলোচনায়, যার মূল উদ্দেশ্য সীমান্তে উত্তেজনা কমানো। চলতি মাসের শুরুতে দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যা ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা বলে জানা যায়।
সূত্র: রয়টার্স, আরব নিউজ